শিশুদের পর্নো ছবি দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কারাগারে
মোবাইল ফোনে
পর্নো ছবির ভিডিও দেখিয়ে তিন থেকে চার বছরের ৪ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুর মোহাম্মদ
বয়াতী নামের ৬০ বছরের এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) বরগুনা থানার পুলিশ
সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে দুপুরে আদালতে
হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠায়। নুর মোহাম্মদ বয়াতী (৬০) সদর উপজেলার লতাবাড়িয়া
গ্রামের মৃত্যু আবুল কাশেম বয়াতীর ছেলে।
যৌন নিপীড়নের শিকার এক শিশুর বাবা প্রতিবেদককে
মুঠোফোনে জানান, আমার মেয়েসহ প্রতিবেশি আরও কয়েকটি মেয়ে এক সাথে সকালে মাদ্রাসায় পড়তে
যায় । ওদের প্রতিদিন দুপুর ১২টায় মাদ্রাসা ছুটি দেয় । মাদ্রাসা ছুটির পড়ে ওরা ঠিক সময়
বাড়ি ফিরত। কিন্তু হঠাৎ করে ৪ থেকে ৫ দিন পর্যন্ত মাদ্রাসা ছুটির পরে ওরা দেরি করে
বাড়ি ফেরে। এতে আমাদের সন্দেহ হলে ওদের কাছে জানতে চাই মাদ্রাসা ছুটির পরে তোমরা দেরিতে
বাড়ি আসছ কেন। তখন তারা বলে নুর মোহাম্মদ আমাদের মোবাইলে ল্যাংটা ছবি দেখায়।
তিনি আরও জানান শিশুরা মাদ্রাসা ছুটি হলে
বাড়িতে আসার পথে গাছে ও ঘরের আড়ালে নিয়ে প্রথমে নুর মোহাম্মদ ২টি শিশুকে ল্যাংটা ছবি
দেখায়। পরে অন্য ২শিশু কৌতুহল করে জানতে চায় তোরা কি দেখ আমরাও দেখব। তখন সে তাদেরও
ওই ছবি দেখায় এমনকি এক শিশুর পড়নের প্যান্টও খোলে এমনটি শিশুরা অভিভাবকদের জানায়। বিষটি
জানার পর আমরা আইনের আশ্রয় নিয়েছি।
এ ঘটনায় যৌন নিপীড়নের শিকার এক শিশুর মা
বাদী হয়ে নারী ও শিশূ নির্যাতন দমন আইনের ১০ ধারায় যৌন নিপীড়নের অভিযোগে এনে ওই বৃদ্ধ
নামে থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ
কে এম তারিকুল ইসলাম প্রতিবেদককে মুঠোফোনে জানান, তাকে আটক করে কোর্টে চালান করে দিয়েছি।