কবিতা- পরিচয় দ্বন্দ্ব
পরিচয় দ্বন্দ্ব
গুলজার হোসেন গরিব
নিজের পরিচয় দিতে
গিয়ে
কেনো জানি নিজেকে
মানুষ বলতে ভুলে যায় মানুষ
ভুলে যায় কোন
রাষ্ট্রিয়
যদিও নিশ্চিত
জানে সে কোন দেশের
ভুলটা কোথায় সে
কখনো হাতড়ে দেখে না।
মানুষ পরিচয় দিতে
গেলে
কেনো জানি সম্মানে
বেঁধে যায়
মনে হয় নিজেকে
নিজেই হেয় করা
নিজেকে মানুষ
ভেবে একটুও মজা পায় না।
ভিন্ন ভাব ভিন্ন
নাম ভিন্ন পতাকাতলে বাঁচতে
মানুষ স্বাচ্ছন্দ্য
বোধ করে
গর্ব অহংকারে
নিজের পরিচয় দেয় মনোগ্রাম নির্ভর হয়ে।
মানুষ কেনো তার
নামের আগে সবসময়
ট্যাটুকে প্রাধান্য
দেয়?
এ কোনো মানসিক
রোগ কি না বুঝেতে পারি না।
নিজেকে মানুষ
ভাবতে গিয়ে চরম লজ্জা পায় কেনো?
নিজেকে মানুষ
থেকে আলাদা করতে কেনো পছন্দ করে?
কেনো নামের আগে
পরে মনোগ্রাম বসায়?
তাহলে কি ধরে
নেবো মানুষ দৃষ্টি প্রতিবন্ধী?