সূচকের উত্থানে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের
উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ বেলা
১১টা পরযন্ত ডিএসইতে ৪৭৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য
জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই
প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর
মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং
ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল
ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত
রয়েছে ৫০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
(সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন
হয়েছে।







