মাধবপুর বাজারে অভিযানে ১০ হাজার ৬০০টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাস্থ্যবিধি না মানা ও সঠিকভাবে মাস্ক না পরা ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
আজ শনিবার ৩ রা জুলাই সহকারী কমিশনার ভূমি
ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা
করে। এসময় অযথা ঘোরাঘুরি সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৩টি মামলায়
মোট ১০,৬০০ টাকা জরিমানা করা হয়। মাধবপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। কিন্তু
মাধবপুর বাজারের ব্যবসায়ীরা লকডাউন এর বিষয় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আলতাফ
মিয়া নামে একজন ব্যবসায়ী জানান লকডাউন গরিবের রুটি রোজগারের পথ বন্ধ করার লকডাউন।