ইরান: ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের সাথে সংশ্লিষ্ট ৩৬টি সংবাদ ওয়েবসাইট
বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করছে, এই সাইটগুলো মিসইনফরমেশন বা
ভুল তথ্য ছড়াচ্ছে।
মঙ্গলবার দেখা যায় এসব ওয়েবসাইট বন্ধ
হয়ে গেছে। তার জায়গায় দেখা যাচ্ছে একটি নোটিশ যাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
এগুলো 'বাজেয়াপ্ত' করেছে। এতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দফতরের সিলও দেখা যাচ্ছে।
ইরান সংশ্লিষ্ট ৩৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য ওয়েবসাইটগুলোতে
‘বিভ্রান্তি ছড়ানো’এবং ‘সহিংস সংগঠনের’সঙ্গে জড়িত থাকার
কারণ দেখানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ওয়েবসাইটগুলোকে
অফলাইন করে দেওয়া হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ডোমেইন খুলে ওয়েবসাইটগুলো আবারও
সচল হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে
বলা হয়, “নিষেধাজ্ঞা অমান্য
করায় আদালতের রায়ে যুক্তরাষ্ট্র আজ ইরানিয়ান ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়নের
ব্যবহার করা ৩৩টি ওয়েবসাইট এবং কাতাইব হিজবাল্লাহ পরিচালিত ৩টি ওয়েবসাইট বন্ধ করেছে।”
কাতাইব হিজবাল্লাহকে ইরান সমর্থিত ইরাকি
‘সশস্ত্র গোষ্ঠী’উল্লেখ করে যুক্তরাষ্ট্রের
ঘোষণা করা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা হয়।
বন্ধ করা ওয়েবসাইটের মধ্যে আছে ইরান সরকারের
ইংরেজি ভাষার প্রধান স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল- প্রেস টিভি এবং এর আরবি সংস্করণ
আল আলম টিভি। ইরানি আলআলম.আইআর এবং প্রেসটিভি আইআর ডোমেইন ব্যবহার করে দুটো টিভি
চ্যানেলই অনলাইনে ফিরে এসেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে,
যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইআরটিভিইউ’এর মালিকানায়
৩৩টি ডোমেইন ব্যবহার করা হতে। কিন্তু ডোমেইন ব্যবহারের জন্য ‘ট্রেজারিজ অফিস
অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল’থেকে নিবন্ধন করেনি আইআরটিভিইউ।
বিবৃতিতে জানানো হয়, কাতাইব হিজবাল্লাহর
পক্ষ থেকেও কোনো ডোমেইন নিবন্ধন নেওয়া হয়নি।
মঙ্গলবার ইরানের সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইটগুলোকে
নোটিস দিয়ে জানানো হয়, আইনি ব্যবস্থা হিসেবে তাদের বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার।
ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইরানের
বেশ কিছু গণমাধ্যমের ওয়েবসাইট এবং ইরান সমর্থিত গোষ্ঠী ইমেনের ‘হুথি মুভমেন্টের’ মতো সংগঠনগুলোর
সাইট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার।
পশ্চিমাদের কঠোর সমালোচক ইরানের কট্টরপন্থী
নেতা ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যে
এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।
হুথি পরিচালিত আরবি ভাষার মাসিরাহ টিভির
ওয়েবসাইটে বলা হয়, “বন্ধ করার পরোয়ানা দিয়ে আলমাসিরাহডটনেট
ডোমেইন জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকার… আইনি ব্যবস্থা হিসেবে ব্যুরো অব ইন্ডাস্ট্রি
অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন
এই পদক্ষেপ নিয়েছে।”
অবশ্য দ্রুততার সঙ্গেই তারা ডব্লিউডব্লিউডব্লিউ
ডট আলমাসিরাহ ডটক কম নামে নতুন একটি ওয়েবসাইট খুলে নিয়েছে।
ইরানের আরবি ভাষার ‘আলআলম টিভি’তাদের টেলিগ্রাম
চ্যানেলে জানায়, “যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আল-আলম টিভির ওয়েবসাইট
বন্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত বাহরাইনের
আরবি ভাষার চ্যানেল ‘লুয়ালুয়া টিভির’ওয়েবসাইটেও বাজেয়াপ্তের
নোটিস দেওয়া হয়েছে।
এর আগে বিশ্বব্যাপী ‘বিভ্রান্তিকর’রাজনৈতিক তথ্য
ছড়ানোর দায়ে গত অক্টোবরে ইরান’স রেভুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)
এর ব্যবহার করা ওয়েব ডোমেইন বাজেয়াপ্ত করে যুক্তরাষ্ট্র।
সে সময় বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়
যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণপূর্ব এশিয়ার শ্রোতা, দর্শক ও পাঠকদের
উদ্দেশ্য করে স্বাধীন গণমাধ্যম হিসেবে পরিচালিত আইআরজিসি’র ৯২টি ডোমেইনের
নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা
ওয়াইজেসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ, বাকস্বাধীনতার আহ্বানকে মিথ্যা প্রতিপন্ন
করেছে।