মুনাফা বেড়েছে গোন্ডেন সনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান কটিয়ে মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, রোববার (১৩ জুন) কোম্পানিটি চলতি হিসাববছরের পুরো তিন প্রান্তিকে অর্থাৎ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১৫১৮ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৮৯২০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি লোকসান কাটিয়ে কিছুটা মুনাফার ফিরেছে।

 

শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪১৪ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.৪৫৮৬ টাকা।

 

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.০৫ টাকা।