শাহজালাল ইসলামী ব্যাংক সংশোধনী এনেছে বন্ড ইস্যুতে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল
ইসলামী ব্যাংক এসজেআইবিএল মুদরাবা পারপেচুয়াল বন্ড ইস্যুতে সংশোধনী এনেছে। ডিএসই সূত্রে
এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, শাহজালাল ইসলামী ব্যাংক প্রাইভেট
প্লেসমেন্টের মাধ্যমে ৪৫০ কোটি টাকার মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। আর ৫০
কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে তুলবে। এর আগে ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর
তথ্য জানিয়েছিল।
এদিকে বন্ড ইস্যুর মাধ্যমে শাহজালাল ইসলামী
ব্যাংক মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডের ব্যাসেল-৩ এবং অ্যাডিশনাল টিয়ার-১ এর শর্ত পূরণ
করবে। নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।







