মিয়ানমারে রাতে বাড়িতে কোনো আত্মীয় থাকলে কর্তৃপক্ষকে জানাতে হবে
অভ্যুত্থানের পর নতুন করে একটি বহুল বিতর্কিত পুরনো আইন পুনঃস্থাপন করেছে মিয়ানমারের সামরিক জান্তা। এ আইনের অধীনে পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো আত্মীয় বা ভ্রমণকারী রাতে কারও বাড়িতে অবস্থান করলে, তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। কেউ যদি তা না করেন তাহলে তার জরিমানা অথবা জেল হওয়ার বিধান আছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী পরিচালিত অফিসিয়াল
ফেসবুক পেজে শনিবার দিনশেষে এই আইনটি পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। তাতে
বলা হয়েছে, এই আইনটির নাম হলো ‘ওয়ার্ড অর ভিলেজ ট্রাক্ট এডমিনিস্ট্রেশন
ল’।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং
সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী। সু চি ক্ষমতায়
এসে ওই আইনটি বাতিল করেছিলেন।