টাঙ্গুয়া হাওরে অর্ধলক্ষ টাকার জাল আটক করলেন, ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর ও নদীতে প্রজনন মৌসুমের শুরুতে ডিমওয়ালা মাছ ও পোনা রক্ষায় ও হাওরে মাছের উৎপাদন বৃদ্ধিতে দিনব্যাপি অভিযান পরিচালনা করেন, তাহিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

 

সোমবার (১০মে) সকাল ১০ ঘটিকা থেকে মাদার ফিসারিজ টাঙ্গুয়া হাওর, আলমের দোয়া ও পাটলাই নদীসহ বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষা টাকার কোনাজাল, কারেন্ট জাল আটক করা হয়।

 

অভিযান কালে উপস্থিত ছিলেন, টাঙ্গুয়া হাওরের কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির, শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য শাজিনুর মিয়া, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য আব্দুল গনি প্রমুখ।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন-মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ নিধন করা হলে কঠোর হস্থে দশন করা হবে।

 

উল্লেখ্য: গত (৩০ এপ্রিল) হাওরে মাছ উৎপাদনের বৃদ্ধিতে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাওর ও নদীতে পোনা ও ডিমওয়ালা মাছ শিকার না করার জন্য মাইকিং করে নিষেধাঙ্গা জারি করা হয়েছিলো।