ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ৩৫.১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর একটি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ৩৫.১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় আজ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। 

প্রতিষ্ঠানটি হলো মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট # ৩৭, রোড # ৪৫ (দক্ষিণ) ও ৯০ (উত্তর), গুলশান - ২, ঢাকা - ১২১২। এর মূসক নিবন্ধন নং: ০০১৩২৩১০৩-০১০১।

ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক জনাব সায়মা পারভীন এর নেতৃত্বে একটি দল ইন্স্যুরেন্স কোম্পানির জানুয়ারি/২০১৩ হতে ডিসেম্বর/২০১৭ পর্যন্ত তদন্ত করে। ভ্যাট গোয়েন্দার দল তদন্তের স্বার্থে দলিলাদি দাখিলের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তলব করে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত বার্ষিক সিএ রিপোর্ট, প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান কর্তৃক জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিলাদি হতে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হয়।

এই প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিমার উপর ৪০,৫৫,০৭৩ টাকা পরিশোধ করেছে।কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ১০,২১,৩৭,৪১১ টাকা।এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করেছে।এতে  অপরিশোধিত ভ্যাট বাবদ ৯,৮০,৮২,৩৩৯ টাকার ফাঁকি উৎঘাটন করা হয়।