টিএলপির হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্ত
লাহোরে কট্টরপন্থি ইসলামিক
রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) কাছে জিম্মি থাকা ১১ পুলিশ সদস্য
আলোচনার পর মুক্তি পেয়েছেন। দেশটির সংবাদপত্র ডন তাদের অনলাইনে এ খবর দিয়েছে।
গতকাল রোববার বিকেলে
লাহোরে সংঘটিত বিক্ষোভ ও সংঘর্ষ চলাকালে জিম্মি হয়েছিলেন ওই ১১ পুলিশ সদস্য। এরপর আজ
সোমবার সকালে জিম্মিদের মুক্তি দিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ রশিদ বন্দি পুলিশ সদস্যদের মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, জিম্মি পুলিশ সদস্যরা
লাহোরের রেহমাতুল্লিল মসজিদ ও এতিমখানা চক থেকে বেরিয়ে এসেছেন।
এদিকে, চলমান সংকট নিয়ে
পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তেহরিক-ই-লাব্বাইক
পাকিস্তানের নেতারা।
এর আগে তিনদিনের জন্য
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁবিরোধী কর্মসূচি দিয়ে আলোচনায় আসে তেহরিক-ই-লাব্বাইক
পাকিস্তান। ওই কর্মসূচির জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে ফরাসি নাগরিকদের পাকিস্তান ছাড়ার
নির্দেশ দেয় ফ্রান্স।
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইমরান খান আন্তর্জাতিক চাপ মোকাবিলায় তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা
করেছেন।