ইসলামী ব্যাংকিং সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে (এনআরবিসি) ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এনআরবিসি ব্যাংকেরআল আমিনইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সব শাখা থেকেই পাওয়া যাবে। এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংক যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি থেকে আটটি শাখায়আল আমিনইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।