বজ্রপাতে কৃষক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে নুর ইসলাম (৫০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত নুর ইসলাম পৌর শহরের আকনপাড়া গ্রামের মৃত হাজারী শেখ এর পুত্র। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা
জানান, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় নুর ইসলাম তার ঘরের
বারান্দায় বসে ছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বজ্রপাতে নিহতের বিষয়টি আমার জানা নেই।
আমাকে কেউ এ বিষয়ে জানায়নি।'








