আইডিএলসির এজিএমে লভ্যাংশ পরিবর্তন
ব্যাংক বর্হিভূত
আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করা
হয়েছে। বুধবার (৩১ মার্চ) কোম্পানিটির ৩৬তম এজিএমে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য
২০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা
নির্ধারণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে।
এক্ষেত্রে
যেসকল আর্থিক প্রতিষ্ঠান ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে শুধুমাত্র তারাই বাকি
১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিতে পারবে।
এর আগে কোম্পানিটির
পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
কিন্তু কোম্পানিটির এজিএমে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী লভ্যাংশের হার পরিবর্তন
করা হয়েছে।