ব্যাংকের ডিভিডেন্ড: বেড়েছে ৬টি, কমেছে ১টি, অপরিবর্তিত ১টি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের
মধ্যে এ পর্যন্ত ৮টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর মধ্যে ৬টির ডিভিডেন্টড বেড়েছে, ১টির কমেছে এবং ১টির অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।
ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ৬ ব্যাংক হল-সিটি, ডাচ বাংলা, যমুনা, ওয়ান, প্রিমিয়ার ও শাহজালাল। ডিভিডেন্ড কমেছে মার্কেন্টাইলের। আর অপরিবর্তিত রয়েছে ব্যাংক এশিয়ার।
এদিকে, মুনাফা বেড়েছে ৫টির, কমেছে ৩টির। বেড়েছে এশিয়া, সিটি, ডাচ বাংলা, যমুনা ও শাহজালালের। মনুফা কমেছে মার্কেন্টাইল, ওয়ান ও প্রিমিয়ারের।
ব্যাংক এশিয়া: ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ। ২০১৯ সালেও ডিভিডেন্ড ছিল ১০ শতাংশ ক্যাশ। ২০২০ হিসাব বছরে ইপিএস (শেয়ার প্রতি আয়) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। ২০১৯ হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।
সিটি ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা।
ডাচ বাংলা ব্যাংক: ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১০ টাকা। ২০১৯ সালে ইপিএস ছিল ৮ টাকা ৬৮ পয়সা।
যমুনা ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ৩ টাকা ৩৮ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।
ওয়ান ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৬ শতাংশ ক্যাশ ৫.৫০ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ৭.৫০ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ৩ টাকা ৬১ পয়সা।
শাহজালাল ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৭ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। ২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।