দরপতনের শীর্ষে এবার আমান কটন ফাইবার্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন
লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা
৭০ পয়সা বা ৯.৩১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৩০
পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬২৮ বারে ৭ লাখ ২৯ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন করেছে।
যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা
পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা দশমিক ৯৬ শতাংশ কমেছে। শেয়ারটি
সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির দর ২০ পয়সা বা ২.৩৮ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো
হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স
মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল
পান্ড ওয়ান, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বিআইএফসি।