‘ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেনও চালু থাকবে’
করোনাসহ যেকোনো মহামারির সময়ে ব্যাংকিং
কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে সকল লেনদেন চালু থাকেবে।
এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা
গেছে।
সোমবার (২২ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক
ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি দেশে করোনা মহামারি
আবার নতুন করে বাড়তে থাকায় বিনিয়োগকারীরারা পুঁজিবাজার বন্ধ হওয়ার আশঙ্কা করছে। দেশে
আবার সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এতে পুঁজিবাজারে
শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে।
গত বৃহস্পতিবার এবং রোববার পুঁজিবাজারে
ব্যাপক দরপতন হয়। গত দুই দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য
সূচক ডিএসই এক্স প্রায় ১৬৭ পয়েন্ট হারিয়েছে।