৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ’

প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এই টুর্নামেন্ট শুরু হবে। dncc-cup.info লিংকে গিয়ে ৩১ আগস্ট পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করা যাবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘তরুণদের মাঠমুখী করতে এবং পাড়া-মহল্লায় ফুটবলের পুরোনো উন্মাদনা ফেরানো আমাদের প্রধান লক্ষ্য। এই টুর্নামেন্ট প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিটি ওয়ার্ডের স্থানীয় ১২টি দল এবং ঢাকার বাহির থেকে ৪টি অতিথি দল টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। টুর্নামেন্টে ওয়ার্ডভিত্তিক ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ডিএনসিসির ৫৪ ওয়ার্ডের জন্য ৫৪ লাখ টাকার পুরস্কার থাকছে। প্রতি ওয়ার্ডের চ্যাম্পিয়ন দল ৬০ হাজার এবং রানার্স-আপ দল ৪০ হাজার টাকা পুরস্কার পাবে।

জুলাই স্মৃতি কাপ শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রতি দলে ৬ জন মূল খেলোয়াড় এবং ৪ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১০ জন থাকতে পারবেন। খেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। তবে জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় খেলতে পারবেন না। অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে ৮ হাজার টাকা প্রবেশমূল্য দিয়ে নিবন্ধন করতে হবে। ডিএনসিসির অধীন ৮টি মাঠে এই টুর্নামেন্ট হবে।