রিং সাইনের আইপিও ফান্ড ব্যবহারের আবেদন বাতিল
পুঁজিবাজারে বস্ত্র খাতে
তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)
মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহার করতে দেওয়ার জন্য আবেদন বাতিল করে দিয়েছে বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রিং সাইন
কর্তৃপক্ষ গত ১৯ ডিসেম্বর বিএসইসির কাছে আইপিও ফান্ডের ১০ লাখ ডলার ব্যবহারের
অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির ওই আবেদন
বাতিল করে দিয়েছে বিএসইসি।
এর আগে গত ১৪ জুলাই
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০টাকা মূল্যের ২৭ কোটি ৫১ লাখ ৪ হাজার ৮২০টি শেয়ার
ইস্যু করে মোটি ২৭৫ কোটি ১০ লাখ টাকা মূলধন বৃদ্ধি করে। কোম্পানিটি তার পরিশোধিত
মূলধন ৯ দশমিক ৯৫ কোটি টাকা হতে ২৮৫ দশমিক ০৫ কোটি টাকায় উন্নীত করে। পরবর্তীতে
অর্থ জমা ছাড়া প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু বা বরাদ্দের মাধ্যমে ২৭৫ কোটি
টাকার মূলধন বৃদ্ধি সংশ্লিষ্ট সংঘবদ্ধ আর্থিক জালিয়াতির অভিযোগ উঠে এবং এ বিষয়ে
তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানি শেষে
রিং শাইন টেক্সটাইলের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।