সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
সংরক্ষিত আসনের সাবেক
এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জের ষোল্লা
ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার তার পরিবার
সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাবিনা আক্তার তুহিনের
বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন
পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (দক্ষিণ) যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম
তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আজ রাত আড়াইটার দিকে
তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হবে।








