ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বেড়েছে চাপ, যান চলাচলে ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কে
যানবাহনের চাপ বাড়লেও, কোথাও যানজট সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ বুধবার সকাল থেকেই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত
যানবাহনের এ চাপ দেখা গেছে। সকাল সাড়ে ১০টার পর থেকে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল
করছে।
এদিকে যানবাহনের
অতিরিক্ত চাপ মোকাবেলার পাশাপাশি যানজট নিরসনে মহাসড়কের গজারিয়ার অংশের একাধিক
পয়েন্টে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ
ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ঈদ যাত্রায় মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার
এলাকায় যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। মহাসড়কে টহলের দায়িত্বে থাকা পুলিশ
সদস্যরা সবদিক খেয়াল রাখছেন। যানজট যেন না হয়, সে বিষয়ে কাজ করছেন।








