সিলেটের সব থানায় অনলাইন জিডি সেবা চালু
সিলেট রেঞ্জের সব থানায় আজ রোববার থেকে চালু হয়েছে অনলাইন জিডি
সেবা। এর আগে অনলাইনে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। রোববার
থেকে সিলেট রেঞ্জের সব থানায় অনলাইনে জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ
ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে। রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা
হয়, পুলিশের সেবা সহজ করতে থানায় না গিয়ে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার
সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের সব থানায় অনলাইন জিডি সেবা চালু
রয়েছে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’
অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার
রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন
অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ
করা যাবে। এ হটলাইন নম্বর ২৪ ঘণ্টা চালু রয়েছে।








