গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু
গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় গ্যাস
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার
ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর
মৃত্যু হয়।
নিহত তাসলিমা আক্তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
ছিলেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়। তাসলিমা আক্তার শেরপুরের নালিতাবাড়ী থানার
বাইগরপাড়া গ্রামের কাশেম আলীর মেয়ে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন।
এর আগে একই ঘটনায় গত সোমবার সকালে সীমা আক্তার নামে একজন নারী মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের
বাসন থানার মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় আব্দুর রহিমের বাড়িতে গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার
করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে
সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর
করা হয়।
পাঁচজনের মধ্যে দগ্ধ পারভীন আক্তার (৩৫) ও তাঁর
দেড় বছরের ছেলে আয়ান এবং তানজিলা আক্তার (১০) নামে এক শিশু এখনও হাসপাতালে
চিকিৎসাধীন। পারভীনের শরীরের ৩২ শতাংশ, আয়ানের ২৮ শতাংশ ও তানজিলার ৯০ শতাংশ দগ্ধ
হয়েছে। তারা সবাই একই বাড়ির ভাড়াটিয়া।
রাজধানীর শাহবাগ থানার এসআই সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ
পাঁচজনের মধ্যে দু’জন মারা গেছে। বাকি তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে চিকিৎসাধীন।