শুধু ফ্যাসিস্ট পতনের আন্দোলন নয়, দেশ গঠনেও বৈষম্য বিরোধী ছাত্রসমাজকে ভূমিকা পালন করতে হবে___ শাহাদাতুল্লাহ টুটুল।

শুধু ফ্যাসিস্ট পতনের আন্দোলন নয়, দেশ গঠনেও বৈষম্য বিরোধী ছাত্রসমাজকে ভূমিকা পালন করতে হবে___ শাহাদাতুল্লাহ টুটুল। 

১৬ ই ফেব্রুয়ারি, রবিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পল্লবী থানার উদ্যোগে কালশী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তারুণ্য ও উদ্যোক্তা মেলা পরিদর্শন শেষে যুব পার্টি কেন্দ্রীয় আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল একথা বলেন।

তিনি বলেন, বিগত সরকার দূর্নীতি, জালিয়াতি, অর্থ পাচার, হামলা-মামলা, খুনসহ ভিন্নমত দমনে আয়না ঘরের মাধ্যমে যে পৈশাচিক কর্মকাণ্ড করেছে তার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। জীবনবাজী রেখে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলমত নির্বিশেষে সকলের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তাই এখন তাদেরকেই দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট পতনের আন্দোলনে যুব পার্টি যেমনি ভূমিকা রেখেছিল, দেশ গঠনে যুব সমাজে টেকশই উন্নয়নেও যুব পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পল্লবী থানার আহ্বায়ক জামিল তাজ, যুগ্ম আহবায়ক কামরান হোসেন, মূখ্য সংগঠক মো: রিমন, এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গাজী ছাবের আহম্মেদ, যুব পার্টি ঢাকা মহানগর উত্তরের আহব্বায়ক কৌশিক আহমেদ, সদস্য সচিব শিলা আক্তার, যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান ইমতু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, সহকারী সদস্য সচিব মইন উদ্দিন, পল্লবী থানা সদস্য সচিব ইশরাত জাহান লিজা, মোহাম্মদ হাসানসহ যুব নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।