রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না
রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না বলে
জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
তিনি বলেন, আজ রাত ১২ টার আগ পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা লাগবে না।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে
আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আব্দুর রহমান।
এনবিআরের চেয়ারম্যান বলেন, অনলাইনে রিটার্ন
দাখিলের ক্ষেত্রে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার করদাতা
রিটার্ন দাখিল করেছে। তবে আজ রাত ১২ টায় বন্ধ হওয়ার আগ পর্যন্ত আরও ২০-৩০ হাজার
বাড়তে পারে।
তিনি বলেন, আগের নিয়মে হার্ডকপির মাধ্যমেও অনেকে
রিটার্ন দাখিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ করদাতা রিটার্ন
দাখিল করেছেন। বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ১ কোটি ১৪ লাখের মতো। তবে এরপরও
রিটার্ন দাখিল করা যাবে। সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে।