১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
প্রথম
টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতেও লড়াই জমাতে পারেনি লঙ্কানরা। ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ দিনে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
বড় এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও
নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১৪ বছর পর
শ্রীলঙ্কায় সিরিজ জিতলো অজিরা। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায়
সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
নিজেদের
প্রথম ইনিংসে দীনেশ চান্ডিমাল ও কুশল মেন্ডিসের
ব্যাটে ভর করে ২৫৭
রানে অলআউট হয় শ্রীলঙ্কা। চান্ডিমাল
৭৪ রানের আউট হলেও কুশল
৮৫ রান রানে অপরাজিত
থাকেন।
জবাবে
ব্যাট করতে নেমে স্টিভেন
স্মিথ ও অ্যালেক্স ক্যারির
জোড়া সেঞ্চুরিতে ৪১৪ রানে অলআউট
হয় অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড
পায় অজিরা। স্মিথ ১৩১ ও ক্যারি
করেন ১৫৬ রান।
১৫৭
রানে পিছিয়ে থেকে ব্যাট করতে
নেমে ম্যাথু কুহনেম্যান ও নাথান লিওনের
ঘূর্ণিতে ২৩১ রানের অলআউট
হয় শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৬ ও কুশল
মেন্ডিস করেন ৫০ রান।
ম্যাথু কুহনেম্যান ও নাথান লিওন
নেন ৪টি করে উইকেট।
৭৪ রানের লিড পায় লঙ্কানরা।
৭৫ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩
বলে ২০ রান করে
আউট হন অজি ওপেনার
ট্রাভিস হেড। তবে মার্নাস
লেবুশানেকে সঙ্গে নিয়ে আর কোন
বিপদ না ঘটিয়ে দলের
জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন
উসমান খাজা। লেবুশানে ৩৯ বলে ২৬
ও খাজা ৪৪ বলে
২৭ রানে অপরাজিত থাকেন।