ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী অ্যানিস্টন

সাবেক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেম করছেন- বেশ কিছুদিন ধরে
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবরে তোলপাড়
শুরু হয়েছে। এবার এ নিয়ে
মুখ খুললেন অভিনেত্রী নিজেই। জানালেন, এ গুজবে মোটেও
বিরক্ত নন তিনি। এ
ধরনের কথা নিয়ে সাংবাদিকদের
কাছ থেকে কোনো ফোন
পেলে তিনি রীতিমতো আকাশ
থেকে পড়েন।
সম্প্রতি
জিমি কিমেলের টকশোতে এসে অ্যানিস্টন এসব
কথা বলেছেন।
টকশোতে
অভিনেত্রী বলেন, আমার তখন মনে
হয়েছে এসব আবার কী
হচ্ছে! অথবা জানতে পারবেন
কোনো সস্তা ট্যাবলয়েড একটা গল্প বানিয়েছে।
আর তারপর যা হবার তাই
হচ্ছে। তবে এই গুজবে
আমি মোটেও বিরক্ত হইনি।
সম্প্রতি
বারাক ওবামা ও তার স্ত্রী
মিশেল ওবামার বিচ্ছেদ গুজবে নাম উঠে আসে
অভিনেত্রী অ্যানিস্টনের। নতুন প্রেমে জড়ানোর
পরই নাকি সংসার ভাঙতে
চলেছে ওবামা দম্পত্তির।
এ গুজবের সূত্রপাত ঘটেছিল ইন্টাচ ম্যাগাজিনের একটি প্রতিবেদনের শিরোনাম
থেকে। ম্যাগাজিনটি ‘দ্য ট্রুথ অ্যাবাউট
জেন অ্যান্ড বারাক’ শিরোনামে সেই প্রতিবেদন প্রকাশের
পর থেকে অনলাইন দুনিয়ায়
বারাক ওবামা ও অ্যানিস্টনের প্রেমের
গুজব ছড়িয়ে পড়ে।
টকশোতে
অ্যানিস্টন জানিয়েছেন, ওবামা পরিবারের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের।
এমনকি টকশোতে তিনি দাবি করেছেন,
স্ত্রী মিশেলের চেয়ে তার স্বামী
বারাক ওবামাকে তিনি বেশি চেনেন।
উল্লেখ্য,
জনপ্রিয় মার্কি টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে
ব্যাপক খ্যাতি অজর্ন করেন অভিনেত্রী অ্যানিস্টন।
হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্কের পর ২০০০ সালে
বিয়েতে আবদ্ধ হন তারা। তবে
তাদের সংসার জীবন বেশি দিন
টেকেনি। ২০০৫ সালে বিচ্ছেদ
হয় ব্র্যাড পিট ও জেনিফার
অ্যানিস্টন দম্পত্তির।








