‘মেসির শিক্ষার অভাব আছে’
মাঠে ঠাণ্ডা মাথায় গোল করার সুনাম রয়েছে লিওনেল মেসির। অন্যরা যখন তাড়াহুড়ো করতে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিতে পরাস্ত হন তখন খুব শান্তশিষ্টভাবে নিজের কাজটা করেন আর্জেন্টিনার অধিনায়ক। এই শান্তশিষ্ট স্বভাবটাই আবার তার চারিত্রিক বৈশিষ্ট্য।
মাঠে
অন্যদের মতো খুব একটা
মাথা গরম করতে দেখা
যায় না।
তাই
বলে সব সময় নিজেকে
শান্ত রাখতে পারেন না মেসি। মানুষ
বলে কথা! কাতার বিশ্বকাপেই
যেমন নেদারল্যান্ডসের কোচ লুই ফন
গালের সঙ্গে তার লেগে যাওয়ার
সেই ঘটনা। এবার তেমনি এক
ঘটনার কারণে শিরোনাম হয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
ইন্টার
মায়ামির হয়ে প্রাক-মৌসুমের
প্রথম ম্যাচে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি।
মেক্সিকোর
ক্লাব আমেরিকার বিপক্ষে ৩-২ গোলে
টাইব্রেকারে জেতার ম্যাচে স্বভাববিরুদ্ধ আচরণ করছেন তিনি।
শুরুটা অবশ্য মেসি করেননি, মেক্সিকান
ক্লাবটির সমর্থকরা করেন। বিশ্বকাপজয়ী অধিনায়ককে উদ্দেশ্য করে দুয়ো দিতে
থাকেন তারা।
সেটিও
মুখে নয়, আকার-ইঙ্গিতে।
হাতের তিন আঙুল উঁচিয়ে
ধরে। তিন আঙুল দিয়ে
বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে। আর মেক্সিকো একটিও
নয়। তার সেই ইঙ্গিতপূর্ণ
ছবি ও ভিডিও ক্লিপ
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
মেক্সিকোর
ফুটবল দলকে নিয়ে ইঙ্গিত
করায় মেসির এমন আচরণ মানতে
পারেননি দেশটির সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। পাল্টা আক্রমণই করেছেন সাবেক মিডফিল্ডার। আর্জেন্টিনার অধিনায়কের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন
তিনি। তিনি বলেছেন, ‘খেলোয়াড়
হিসেবে আমি তোমার প্রশংসা
করি। কিন্তু আমার দেশকে নিয়ে
মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে
বোঝায়।’ মেসি আরেকবার পাল্টা
জবাব দেবেন কিনা সেটাই এখন
দেখার অপেক্ষা।