সচিবালয়ে আগুনের ঘটনায় বলি ওমরায় থাকা ডিসি তানভীর
অগ্নিকাণ্ডের ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে।
তাকে ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি
করে আদেশ জারি হয়েছে।
যদিও পবিত্র ওমরাহ পালন করতে তানভীর
১৫ দিনের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে অবস্থান
করছেন।
গত ২২ ডিসেম্বর ওমরাহ
পালনের উদ্দেশ্যে স্বপরিবারে ঢাকা ত্যাগ করেন
তানভীর।
আগামী
৪ জানুয়ারি তার দেশে ফিরে
কর্মস্থলে যোগ দেওয়ার কথা।
তার
ছুটির সময়ে সচিবালয়ের নিরাপত্তার
পুরো দায়িত্ব ছিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদের ওপর।
অথচ, আবু সাঈদ এখনো
বহাল তবিয়তে রয়েছেন।
এদিকে,
সচিবালয়ের নিরাপত্তায় নতুন ডিসি হিসেবে
দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে।
২৯ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত
আলী স্বাক্ষরিত এক আদেশে এ
বদলি করা হয়।
গত বুধবার দিবাগত রাত ৩টা ১৫
মিনিটে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে
ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে এক
ফায়ার সার্ভিসকর্মী নিহত হন।
আগুন
লাগার পর সচিবালয়ের সামনের
রাস্তা পুলিশ বন্ধ না করার
কারণে নয়নের মৃত্যু হয় বলে অভিযোগ
ওঠে। এই অভিযোগের তিন
দিন পর সচিবালয়ে নিরাপত্তা
বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম
তানভীর আহমেদকে সরানো হলো।