ভায়োকানোর বিপক্ষে ড্র এমবাপ্পেহীন রিয়ালের
রিয়াল মাদ্রিদ শীর্ষে ওঠার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। শনিবার এস্তাদিও দে ভায়েকাসে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। একের পর এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরপুর ছিল ম্যাচটি, যেখানে দুইবার পিছিয়ে পড়েও রিয়াল সমতা ফেরায় এবং একবার এগিয়েও যায়। তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচের শুরুতেই চমক দেয় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে হোর্হে দে ফ্রুতোসের ক্রস থেকে উনাই লোপেসের দুর্দান্ত হেডে এগিয়ে যায় রায়ো। লিড নেওয়ার পরও আক্রমণের ধার কমায়নি তারা। ৩৬ মিনিটে মুমিনের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। ২–০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রিয়াল। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকলেও রদ্রিগো–আর্দা গুলের–জুড বেলিংহামদের সমন্বয়ে গড়া আক্রমণভাগ বারবার আছড়ে পড়ছিল ভায়েকানোর রক্ষণে। খেলা বদলে যায় ফেদে ভালভার্দের একটি অসাধারণ গোলের মাধ্যমে।
৩৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ভালভার্দে। এই গোলের পর রিয়াল আত্মবিশ্বাস ফিরে পায়। বিরতির ঠিক আগে রদ্রিগোর পাস থেকে জুড বেলিংহ্যাম হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। এটি ছিল টানা ছয় ম্যাচে বেলিংহ্যামের গোল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে রিয়াল। ৫৬ মিনিটে রদ্রিগো গোল করে দলকে এগিয়ে দেন। তবে রায়ো ভায়োকানো হাল ছাড়েনি। ৬৪ মিনিটে পালাজনের গোলে আবার সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচের শেষ সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। এই ড্রয়ের ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।