অ্যাটকিনসনের হ্যাটট্রিকের পর ইংল্যান্ডের বিশাল লিড
ওয়েলিংটনে ইতিহাসের জন্ম দিয়েছেন ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি। তার হ্যাটট্রিকের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে চালকের আসনে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ৫৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৫ উইকেটে ৩৭৮ রান।
প্রথম দিন ইংল্যান্ডকে ২৮০ রানে অলআউট করে দিয়ে ব্যাটে নেমেছিল নিউজিল্যান্ড। ৮৫ রান তুলতে ৫ উইকেট হারানো কিউইরা দ্বিতীয় দিন সকালে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি। দ্বিতীয় দিন সকালে যোগ করতে পারে মাত্র ৪০ রান। উইলিয়ামসনের থেকে এসেছে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। নিউজিল্যান্ড মোটে ৪৫ মিনিট খেলে অলআউট হলে ১৫৫ রানের লিড পায় ইংল্যান্ড।
কিউইদের অলআউট করতে হ্যাটট্রিক করেছেন ইংলিশদের ২৬ বর্ষী পেসার গাস অ্যাটকিনসন। ওয়েলিংটনের মাঠে এটাই যে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড। টেস্টে ইংল্যান্ডের বোলারদের এটি ১৫তম হ্যাটট্রিক। হ্যাটট্রিকের পথে ৩৫তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে পাঠিয়েছেন কিউইদের ব্যাটার টিম সাউথি, ম্যাট হেনরি ও নাথান স্মিথকে। অ্যাটকিনসন ৩১ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৪৬ রানে ৪টি নিয়েছেন ব্রাইডন কার্সও। একটি করে শিকার করেছেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বিধ্বংসী ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ৯ রানে ওপেনার জ্যাক ক্রলির আউটের পর দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ১৮৭ রান যোগ করেছেন বেথেল। দুর্ভাগ্য বেথেল ৪ রানের জন্য ৮৫ বছরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান না হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ৯৬ রানে সাউদির বলে ফিরেছেন তিনি। বেথেলের আউটের পর সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বেন ডাকেটও (৯২)। তার ফেরার সময়েই ইংল্যান্ডের লিড ছিল ৩৬৬। হ্যারি ব্রুক ৫৫ রানে আউট হলেও ইনিংস টেনে লম্বা করেন জো রুট। অপরপ্রান্তে ৩৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস।