বিকাশ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই
তাহিরপুর উপজেলা সদরে বিকাশ ব্যবসায়ীর ব্যাগে রক্ষিত নগদ ৪ লক্ষ ৪৫ হাজার টাকা, তিনটি বাটন মোবাইল, একটি রবি ট্যাব ও ৬০টি সিমকার্ড ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টায় তাহিরপুর থানার পূর্বদিকের রাস্তায় এ ঘটনাটি ঘটেছে।
বিকাশ ব্যবসায়ী মধ্য তাহিরপুর (রায়পাড়া) গ্রামের মাহমুদুর রশিদ সাব্বির বলেন, তিনি প্রতিদিনের মতো তাহিরপুর বাজার থেকে ব্যবসা কার্যক্রম শেষ করে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাহিরপুর থানার পূর্বদিকের রাস্তায় যাওয়া মাত্রই হঠাৎ তাহার কাঁধে রাখা ব্যাগটি টান মেরে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মাহমুদুর রশিদ সাব্বির রাতেই তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিনি এক ব্যক্তিকে সন্দেহ করে পুলিশকে তথ্য দিলে আনাস নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।