আজ ভাসানচর যাচ্ছে আরও দুই সহস্রাধিক রোহিঙ্গা

পঞ্চম দফায় আরও ৪ হাজার রোহিঙ্গা নোয়াখালীর
ভাসানচর যাচ্ছেন। এদের মধ্যে ২ হাজার ২৬০ জন বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম
বোট ক্লাব থেকে নৌ বাহিনীর ৬টি জাহাজে গন্তব্যে রওনা হয়েছেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) টেকনাফ ও উখিয়ার
বিভিন্ন ক্যাম্প থেকে বাসযোগে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে রাখা
হয় রোহিঙ্গাদের। সেখানে রাত্রিযাপন শেষে আজ সকালে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু
করে তারা।
ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা বলছেন, টেকনাফ-উখিয়ার
ক্যাম্পগুলোতে বসবাসের তেমন সু-ব্যবস্থা না থাকায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যাচ্ছে।
এর আগে তাদের যেসব আত্মীয়-স্বজন ভাসানচরে গেছেন তাদের সঙ্গে কথা বলে সেখানে যেতে আগ্রহ
প্রকাশ করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের
ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা। প্রথম দফায় গত
৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যান।
এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার
৮০৫ জন ও তৃতীয় ধাপে দুইদিনে ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০জন রোহিঙ্গাকে ভাসানচরে
স্থানান্তর করা হয়। ১৪ ফেব্রুয়ারি ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরের
উদ্দেশ্যে যাত্রা করে।








