সাড়ে ৭ বছরে সর্বোচ্চ দামে জ্বালানি তেল
ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কায় আগে থেকেই অস্থিরতা বিরাজ করছিল বৈশ্বিক বাজারে। এবার রাশিয়া ‘সামরিক অভিযান’ শুরু করার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে প্রায় সব পণ্যের দাম। এরই ধারাবাহিকতায় গত সাড়ে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে জ্বালানি তেল।
২০১৪ সালের আগস্টের পর আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৫ মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশের বেশি। খবর এএফপি ও বিবিসির।
২০১৪ সালের পর আন্তর্জাতিক বাজারে এটাই জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। ইউক্রেনে রুশ হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা।
এদিকে তেল ছাড়াও সরবরাহ বন্ধ হওয়ার উদ্বেগে বেড়েছে প্রাকৃতিক গ্যাস, সোনা, গমসহ প্রায় সব নিত্যপণ্যের দাম। এর মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। রুশ হামলার পরই প্রাকৃতিক গ্যাসের দাম ১১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
এছাড়া সোনার দামও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। প্রতি আউন্স (২৮ দশমিক ৪ গ্রাম) স্বর্ণের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৮ মার্কিন ডলার।
রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান অস্থিরতায় বড় দরপতন ঘটেছে বিভিন্ন দেশের প্রধান শেয়ারবাজারেও। দিনের শুরুতেই ইউরোপের বড় বড় শেয়ারবাজারে দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়। এর মধ্যে ইউক্রেনে হামলা পরিচালনকারী রাশিয়ার শেয়ারবাজারের সূচকও ৪৫ শতাংশ কমেছে।