সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নুর

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। নির্বাচন কমিশন আইনের কড়া সমালোচনা করে এই আইনকে গণবিরোধী আইন বলে জানান তিনি।


শনিবার রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশন আইন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিতে সরকারকে আহ্বান জানান।


নুর বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর জন্য সরকারের নিকট দাবি করেন তিনি। এসময় নুরুল হক নূর অবিলম্বে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানান।