ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: র্মিজা ফখরুল

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির
সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।
খালেদা জিয়ার মুক্তিতে আইনি কোনো বাধা নেই বলেও দাবি করেন তিনি।
আজ মানিকগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে
চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
২২ ডিসেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশ শুরু করে বিএনপি। এরই অংশ
হিসেবে আজ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, লালমনিরহাট ও পটুয়াখালীতে সমাবেশ করে
দলটি।
তবে নওগাঁয় সমাবেশস্থলে প্রশাসনের ১৪৪
ধারা জারি করায় কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের দমন নিপীড়ন রুখে দিয়ে খালেদা
জিয়াকে মুক্ত করা হবে।
মানিকগঞ্জে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তি বিষয়ে মিথ্যা বলছে সরকার,
তার মুক্তিতে কোনো আইনী বাধা নেই।
তবে পটুয়াখালীতে বিএপির সমাবেশে হামলা
হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।







