আইন করে ইসি গঠনের প্রস্তাব করেছে ন্যাপ

আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব
করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একটি স্বাধীন,
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইসি গঠনের এমন নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ সাত দফা লিখিত প্রস্তাবনা
তুলে ধরে দলটি বলেছে, দেশের মানুষ সহিংস নির্বাচনের পরিবর্তে শান্তিপূর্ণভাবে সব ধরনের
প্রভাব মুক্ত পরিবেশে নির্বাচন দেখতে চায়।
দলের সাত সদস্যবিশিষ্ট একটি টিম বঙ্গভবনে
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির দায়িত্বপ্রাপ্ত
কার্যকরী সভাপতি আইভি আহমেদ।
আইভি আহমেদ বলেন, নির্বাচন কমিশন আইন করার
জন্য আমরা রাষ্ট্রপতিকে বলেছি। উনি (রাষ্ট্রপতি) ওনার সীমিত ক্ষমতার কথা বলেছেন। উনার
যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার মধ্যেও তিনি চেষ্টা করবেন বলেছেন। কতটা করতে পারবেন এটি
আপনারাও জানেন সেটি আমরাও জানি। উনি বলেছেন, চেষ্টা করবেন, এর বাইরে উনি কি বলবেন?
রাষ্ট্রপতির কাছে কী কী বিষয়ে আলোচনা করেছেন
সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে,
ভোটাধিকার চর্চা করতে পারে। ভোটার যেন সব ধরনের প্রভাবমুক্ত পরিবেশে নিজের ইচ্ছামত
ভোট দিতে পারে। পেশী শক্তি, টাকা, বল এসব থেকে মুক্ত থাকতে পারে আর সরকার যেন এসবের
ব্যবস্থা করে।
দলের পক্ষ থেকে কী প্রস্তাব করা হয়েছে
জানতে চাইলে আইভি বলেন, আইন প্রণয়ন করে, ভোটাধিকারের জন্য সবাই যেন ভোটকেন্দ্রে যেতে
পারে। সবাই যেন নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। জনপ্রতিনিধি কোনো মন্ত্রী,
এমপি যেন প্রভাবিত করতে না পারে এধরনের প্রস্তাবই আমরা দিয়েছি।
সার্চ কমিটি গঠনের বিষয়ে কোনো কথা হয়েছে
কি-না জানতে চাইলে তিনি বলেন, না, সার্চ কমিটি নিয়ে কোনো নাম চায়নি। আমরা এটি নিয়ে
কোনো আলোচনাও করিনি এবং দ্রুত সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করা হতেও পারে।
এসময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল
হোসেন সার্চ কমিটি ও নামের বিষয়ে সাংবাদিকদের বলেন, যে আলোচনার বিষয় ছিল আজকে তার মধ্যেতো
নাম চাওয়ার ব্যাপার, সার্চ কমিটি গঠনের ব্যাপার ছিল না। আজকে যে বিষয়টি ছিল সেটি নির্বাচন
কমিশন গঠন বিষয়ে আলোচনা।
ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের
নেতৃত্বে সাত সদস্যের দলে অন্যান্যের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল হোসেন,
প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান,
সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী,
সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী প্রমুখ।







