লিখিত আকারে আইনমন্ত্রীর সিদ্ধান্ত চান খালেদা জিয়ার আইনজীবী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে নানা ধরনের জটিলতায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার পরিবার এবং দলের নেতাকর্মীরা সরকারের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে আইনে সুযোগ নেই, আইনমন্ত্রী আনিসুল হকের এমন সিদ্ধান্ত লিখিত আকারে চান তার আইনজীবী। বুধবার (২২ ডিসেম্বর) খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

 

এদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানানো হবে দুই থেকে একদিনের মধ্যেই। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে জানান, আমার মনে হয় অনুমতিটি যদি লিখিত আকারে জানিয়ে দেন, তখনই আমরা এটা কী পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তটা হলো, সেটার আমরা বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

  

এ ছাড়া সকালে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজ ৬ জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতাকর্মীরা।

 

এর আগেও আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যে কোথাও কোনো আইনি সাপোর্ট ছিল না। তারা যে বক্তব্য দিচ্ছেন কোনো আদালতও সেটা সাপোর্ট করে না বরং আমি যে বক্তব্য সংসদেও দিয়েছিলাম, অনেক রায়ে সেটার সাপোর্ট রয়েছে।

 

আইন মন্ত্রণালয়ের মতামতের ক্ষেত্রে মানবিক বিবেচনার সুযোগ রয়েছে কি না- এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমার কাছে এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। কারণ সরকার যখন কোনো পদক্ষেপ নেবে, সেটা অবশ্যই আইনি পদক্ষেপ হতে হবে।

 

তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তার মানবিক পদক্ষেপে যেটা সিদ্ধান্ত ছিল তার অভিব্যক্তি হচ্ছে এ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তার দ্বন্দ্ব স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।