ই-কমার্স মামলাসংক্রান্ত তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

পেমেন্ট গেটওয়েতে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দিতে পুলিশের কাছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মামলাসংক্রান্ত সব ধরনের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সাতদিনের মধ্যে এসব তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

 

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্সসংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান অতিরিক্ত সচিব ও ডিজিটাল ই-কমার্স সেল প্রধান এএইচএম সফিকুজ্জামান। তিনি জানান, ই-কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে পড়া গ্রাহকের টাকা ছাড়ের প্রক্রিয়া সহজ করতে পুলিশের কাছে এ-সংক্রান্ত মামলার তথ্য চাওয়া হয়েছে। বর্তমানে পেমেন্ট গেটওয়েগুলোতে গ্রাহকদের প্রায় ২১৪ কোটি টাকার মতো আটকে আছে।

 

এএইচএম সফিকুজ্জামান আরও বলেন, যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেই সব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকারের ভিত্তিতে ফেরত দেয়া হবে। তবে এর জন্য আমাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে। তাদের কাছ থেকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয়া হবে।

 

ডিজিটাল ই-কমার্স সেলপ্রধান জানান, পুলিশ ক্লিয়ারেন্স তথ্যের ভিত্তিতে পেমেন্ট গেটওয়েগুলোকে গ্রাহকদের টাকা ফেরতের নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

 

জানা গেছে, যেসব ই-কমার্স কোম্পানির নামে মামলা নেই, শুধু সেসব কোম্পানির গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে চলতি মাসের গোড়ার দিকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ বার্তা ফরোয়ার্ড করে গত সপ্তাহে পেমেন্ট গেটওয়েগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।