জিয়ার আমলে সশস্ত্র বাহিনীতে কতজনকে ‘হত্যা’ করা হয়েছিল?
জিয়ার আমলে সশস্ত্র বাহিনীর কত জনকে হত্যা
করা হয়েছিল এই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়
বলেছেন, “জিয়াউর রহমানের
আমলে (১৯৭৫-৮১) দেশে ২৬টির মতো সামরিক অভ্যুত্থান ঘটেছিল বলে বিভিন্ন ভাষ্যে জানা যায়।
কেউ কেউ বলেন সংখ্যাটি ২১। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ১৯৭৭ সালের ২ অক্টোবর।
এই অভ্যুত্থানটি সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। বাকিগুলো ধোঁয়াশার আড়ালে।”
তিনি বলেন, “১৯৭৭ সালের অক্টোবরের
অভ্যুত্থানে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন শতাধিক সেনা অফিসার। অনেকে নিহত হয়েছিলেন অভ্যুত্থান
দমাতে গিয়ে। আবার বিচারের নামে মেরে ফেলা হয় কয়েক শ’ সেনাকে। সব মিলিয়ে মোট সংখ্যাটি
আড়াই হাজারের মতো হতে পারে।”
সজিব ওয়াজেদ জয় তার ভ্যারিফাইড ফেসবুক
পেজে জিয়াউর রহমানের আমলে নিহত সেনা সদস্যদের সংখ্যা জানতে চেয়ে এই প্রশ্ন ও মন্তব্য
করেন।
প্রধানমন্ত্রীর ছেলে জয় লিখেন, “নিহত সেনা সদস্যদের
মধ্যে ১ হাজার ৩০০ জনের বেশি সেনাকে ফাঁসি ও ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।
বাকিদের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নেই। সেই সময় থেকে আজও তারা পরিবারের কাছে নিখোঁজ।”
জিয়াউর রহমানের আমলে সামরিক বাহিনীতে অভ্যুত্থানচেষ্টার
ঘটনা ও মৃতের সংখ্যা মেলানো খুবই কঠিন উল্লেখ করে জয় লিখেন, “এ নিয়ে খুব বেশি
গবেষণা হয়নি। প্রায় ৪৫ বছরের মাথায় এসে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়ার আমলে নিহতদের তালিকা করার নির্দেশ দেন।”
তবে প্রশ্ন দেখা দিয়েছে, এ রকম একটি পূর্ণাঙ্গ
তালিকা তৈরি করা কতটা কঠিন? এটি আদৌ কি সম্ভব? প্রশ্ন রেখে সজিব ওয়াজেদ জয় লিখেন, “সেই সময়ের বেশির
ভাগ প্রত্যক্ষদর্শী জীবিত নেই। আবার অনেক দালিলিক প্রমাণ নষ্ট করারও অভিযোগ আছে। এ
বিষয়ে গবেষণা প্রায় হয়নি বললেই চলে।”
সূত্র: সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে
সংগ্রহ করা।







