সংলাপ নিয়ে রাষ্ট্রপতির চিঠি পায়নি বিএনপি: ফখরুল

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির
সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হলেও এখনো চিঠি পায়নি দেশের রাজনৈতিক দল বিএনপি। চিঠি
পেলে দলের নির্ধারণী ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর
বনানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,
বিএনপির সিদ্ধান্ত ছিল কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে
নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং আমরা কোনো সিদ্ধান্ত
এখনো নেইনি।
ফখরুল বলেন, আমন্ত্রণপত্র পেলে নির্বাচনী
ইস্যু নিয়ে সংলাপে বসা হবে কি না পরে আলোচনা করে জানানো হবে।
সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন
নিয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের
সংলাপ দিয়ে শুরু হয়েছে এ কর্মসূচি। সোমবার বিকেলে বঙ্গভবনে এ নিয়ে আলোচনা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের
নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এ সংলাপে অংশ নেয়।
সূচি অনুযায়ী- আগামী ২২ ডিসেম্বর বিকেল
৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল
আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে
বৈঠক অনুষ্ঠিত হবে।
পরে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ
তরিকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিশ, ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ
ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।
প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান
ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন
কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।







