বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিশর্ত
মুক্তি ও চিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে
মহিলা দল।
পরে মিছিলের চেষ্টা করলে অনুমতি না থাকায়
পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।
পরে তারা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে যায়। এর আগে, নয়াপল্টনে কার্যালয়ের সামনে
মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার কিছু হলে দায়
সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
রিজভী বলেন, তার (বেগম খালেদা জিয়া) শারীরিক
অবস্থা অত্যন্ত অবনতিশীল। এমনটা চিকিৎসকরা গতকালও বলেছেন, এর আগেও বলেছেন। তিনি জীবন-মৃত্যুর
সঙ্গে যুদ্ধ করছেন। বারবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসছেন। জনগণের সঙ্গে যিনি কখনোই
বিশ্বাসঘাতকতা করেননি, তার প্রতি এই অবিচার জনগণ কখনোই মেনে নেবে না।