মির্জা ফখরুল উন্মাদ হয়ে গেছেন : ওবায়দুল কাদের
'বেগম খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ
থাকবে না' বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কটাক্ষ করে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর উন্মাদ হয়ে গেছেন। কি অদ্ভূত তার উক্তি। তার এ বক্তব্য সারাদেশে
হাস্য রসের জন্ম দিয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানস্থ
মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ আওয়ামী লীগের ৩৮ নং ওয়ার্ডে ১৫টি ইউনিট সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনসমর্থন
নেই, পাবলিক ডাকলে আসে না। প্রেস ব্রিফিং করে প্রতিদিন মির্জা ফখরুল আবোলতাবোল কথা
বলে। কি বলবো তাকে, তিনি আওয়ামী লীগকে চেনেন? আওয়ামী লীগ কারো দয়ায় টিকে নেই। আওয়ামী
লীগের ক্ষমতার উৎস বিএনপির মত বন্দুকের নল নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ।
তিনি বলেন, আওয়ামী লীগের শেখড় বাংলাদেশের
মাটির অনেক গভীরে। প্রকৃতপক্ষে ক্ষমতা না থাকলে ফখরুল সাহেব আপনারা, যেভাবে সব হারিয়ে
পথ হারা পথিকের মত দিশেহারা, আওয়ামী লীগ সেদল নয়।
সেতুমন্ত্রী বলেন, যতদিন এদেশে বঙ্গবন্ধু
আদর্শের পতাকা এদেশ উড্ডীন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। যতদিন শেখ হাসিনার কৃতি-উন্নয়ন
থাকবে, আওয়ামী লীগও থাকবে সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকায় উড়বে, 'আমার সোনার বাংলা'
জাতীয় সংগীত বাজবে, যতদিন এ বাংলায় পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন এ বাংলায়
বঙ্গবন্ধু থাকবেন, শেখ হাসিনা থাকবেন, আওয়ামী লীগও বেঁচে থাকবে।
মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি খন্দকার মইনুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য
রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ.ফ.ম বাহাউদ্দীন
নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা
মহানগর দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন মহানগর দক্ষিণ
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ
আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোর্দেশ কামাল দপ্তর
সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।