‘নিরাপত্তাহীনতা’কারণে আলেশা মার্ট বন্ধ ঘোষণা

কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে উল্লেখ করে নিরাপত্তাহীনতাকারণ দেখিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

বুধবার মধ্যরাতে (রাত ৩টায়) আলেশা মার্টের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

 

ফেসবুক পোস্টে জানানো হয়, অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।গতকাল (১ ডিসেম্বর, বুধবার) আমাদের অফিসে কিছু মানুষ অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলেন এবং বল প্রয়োগ চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

 

উল্লেখ্য যে, বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট সিডিউল ছিল না এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু করা হবে। এ পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আলেশা মার্ট-এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

 

এ বিষয়ে কথা বলতে চাইলে আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার সাড়া দেননি।

 

যদিও কয়েকদিন আগে লাইভে এসে জানান, কতিপয় গ্রাহক অফিসে এসে ভাংচুর করছে। এতে প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।আগামী বছরের জানুয়ারির মধ্যে সব গ্রাহকের দায় মেটানো সম্ভব বলে জানান। ২০২১ সালের ১ জানুয়ারি অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে আলেশা মার্ট।