বরগুনায় পুলিশের মামলায় বিএনপির ৭ নেতা-কর্মী কারাগারে
বরগুনায় পুলিশের কাজে বাঁধা ও হামলার ঘটনার
মামলায় বিএনপির ৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
(২১ নভেম্বর) রোববার দুপুরে বরগুনা জেলা
জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস্ট মুহাম্মদ মাহবুবু আলম এর আদেশে তাদের কারাগারে
পাঠানো হয়। বরগুনা সদর থানার এস আই রেজাউল বাদী হয়ে শনিবার জেলা বিএনপির সভাপতি নজরুল
ইসলাম মোল্লাসহ বিএনপির অঙ্গসংগঠনের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ্য পূর্বক আজ্ঞাত ৯০
থেকে ১০০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। জেলা যুব দলের সভাপতি জাহিদ হোসেন
মোল্লা, সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, পৌর-যুব দলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম,
পাথরঘাটা পৌর যুব দলের আহবায়ক সোহানুর রহমান সোহান, ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজীব,
স্বেচ্ছা সেবক দলের সদস্য আউয়াল হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সজীব মৃধা নামে বিএনপির
৭ নেতা-কর্মীকে এ মামলায় ওই দিনই গ্রেফতার পুলিশ। পরে রোববার আসামীদের আদালতে হাজির
করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনিরুজ্ঝামান
প্রতিবেদকে মুঠোফোনে জানান, বিএনপির গণঅনশনের সময় পুলিশের কাজে বাঁধা ও পুলিশের ওপর
হামলার ঘটনা সদর থানার এস আই রেজাউল বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লাসহ
বিএনপির অঙ্গসংগঠনের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ্য পূর্বক আজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামী
করে শনিবার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ৭ আসামীকে শনিবার গ্রেফতার করে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আব্দুল ওয়াসিম
মতিন বলেন, আসামী ফয়জুল মালেক সজীবের চিকিৎসা ও সকল আসামী পক্ষে আমি আদালতে জামিন আবেদন
করি। বিজ্ঞ আদালত জামিন না মনজুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশের সাথে জেল কোড
অনুসারে আসামী ফয়জুল মালেক সজীবের চিকিৎসার নির্দেশ দেন।