অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)
নেওয়া হয়েছে।
শনিবার রাত তিনটার দিকে তাকে সিসিইউতে
নেওয়া হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে
গত রাতে সিসিইউতে নেওয়া হয়েছে।
এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র
জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই
তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে
নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
এর আগে, টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা
শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। তখন ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে দেশি-বিদেশি
চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।
১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে
ভর্তি করা হয়। পরে ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়।