আজ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

বৃহস্পতিবার ১১ নভেম্বর যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

 

বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এর জন্ম হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

দিনটি উপলক্ষে যুবলীগ ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিতে রয়েছে বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন।

 

সাড়ে ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

 

সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত।

 

বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা।

 

তৃতীয় ধাপের আশ্রয় প্রকল্পের উদ্বোধন ও ৬ নম্বর গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মনির কর্মচিত্র প্রদর্শনী।

 

বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান।