সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া: চিকিৎসক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির
কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সাংবাদিকদের
বলেছেন, 'ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন।'
'মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার
রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।'
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কেবিনে আছেন তিনি। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান
কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ
এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন।
গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।
এর আগে গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে
তাপমাত্রা উঠানামা করছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে
ভর্তি করা হয়। গত ২৫ অক্টোবর তার শরীর থেকে একটি লাম্প অপসারণ করে টিস্যুর বায়োপসি
পরীক্ষা করা হয়। গতকাল এই পরীক্ষার রিপোর্ট এসেছে।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের
নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের
সমস্যায় ভুগছেন। গত এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।