টুঙ্গিপাড়ায় দোয়া মোনাজাত ও কেককেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া মোনাজাত ও কেক কেটে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন
করা হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা
আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভা, যুবলীগ কৃষকলীগ ও ছাত্রলীগ।
পরে সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগ কার্যালয়ে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার জন্মদিন উদ্ধদযাপন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে
আলোচনা সভাসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ
সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক
টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, কৃষকরীগ সভাপতি মিলন মোল্যা,
সাধারন সম্পাদক আসলাম সর্দার প্রমূখ উপস্থিত ছিলেন।