সরকারি দল নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান
মান্না বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে নিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন নিহত,
অর্ধশতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হওয়ার ঘটনা আরো একবার প্রমাণ করল এই সরকার ক্ষমতায়
থাকা অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিরোধী দল নির্বাচনে না থাকার পরও সরকারি
দল নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য
সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, বর্তমান ক্ষমতাসীনরা
বিগত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর
জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থার কফিনে
শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিরোধী দল অনুপস্থিত থাকার পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের
ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে। নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে। এ সরকারের
অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে তিনি
বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ দায়িত্ব পালন করতে
পারবে না। সুতরাং নির্বাচন কমিশন সংস্কার করলেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।
অবৈধ ক্ষমতাসীনদের এখনই পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের কাছে তাদের ক্ষমতা
হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশের জনগণ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জেগে উঠলে সেই
স্রোতে ভেসে যাবে বর্তমান সরকার।